Header Ads

Header ADS

বঙ্গবন্ধুর সংখিপ্ত জীবন

       বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

 নামঃ   শেখ মুজিবুর রহমান
পিতার নামঃ শেখ লুৎফর রহমান
মাতার নামঃ সায়েরা খাতুন
জন্মঃ ১৯২০ সালের ১৭ই মার্চ টুঙ্গিপাড়া , গোপালগঞ্জ ।  
শিক্ষা জীবনঃ ১৯২৭ সালে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন।
১৯২৯ সালে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন  
১৯৩৪: মাদারীপুরে ইসলামিয়া হাইস্কুলে 
এরপর গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেন।
 ১৯৪৪ সালে কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আই.এ এবং
একই কলেজ থেকে ১৯৪৭ সালে বি.এ পাশ করেন। 
১৯৪৮ ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আইন বিষয়ে অধ্যয়ন ।

প্রিয় খেলাঃ ফুটবল

ভাই-বোনঃ
ছয় ভাই-বোনের মাঝে শেখ মুজিব ছিলেন তৃতীয় সন্তান।
তার বড় বোন ফাতেমা বেগম,
মেজ বোন আছিয়া বেগম,
সেজ বোন হেলেন ও 
ছোট বোন লাইলী;
ছোট ভাই শেখ আবু নাসের।

দাম্পত্য সঙ্গী বেগম ফজিলাতুন্নেসা

সন্তান

পেশা / কর্মজীবন / সংগ্রামী জীবন / রাজনৈতিক জীবন :-

১৯৫৩সালের ৯ জুলাই বঙ্গবন্ধু আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ।
১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।
১৯৫৫ সালের ২১ অক্টোবর আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে দলের নাম থেকে মুসলিম শব্দটা প্রত্যাহার করা হয় । তখন বঙ্গবন্ধু পুনরায় দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ।
১৯৫৬ সালে কোয়ালিশন সরকারের শিল্প - বানিজ্য , শ্রম , দুর্নীতি দমন ও ভিলেজ এইড দপ্তরের মন্ত্রীর দায়িত্ব পালন করেন ।
১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোর সম্মেলনে বাঙালি জাতির মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন ।
১৯৬৬ সালের ১ মার্চ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।
১৯৭০ সালের তৎকালীন পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ।
১৯৭১ সালের ৭মার্চ রেসকোর্সের জনসমুদ্র থেকে ঘোষণা করেন " এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম , এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম । জয় বাংলা " ।
১৯৭১ সালের ২৫মার্চ রাত আনুমানিক ১২ টা ২০ মিনিটে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে ( গ্রেফতার হওয়ার পূর্বে ) তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন ।
১৯৭১ সালের ১৭ এপ্রিল বঙ্গবন্ধুর অবর্তমানে তাকে রাষ্ট্রপতি করে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয় ।
১৯৭২ সালের ১৩ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ।
১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন ।
সাহিত্য কর্ম :- অসমাপ্ত আত্মজীবনী ।
পুরস্কার ও সম্মাননা :-
বাঙালি জাতিসত্তা বিকাশের আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করায় এবং এর ভিত্তিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ায় তিনি " জাতির পিতা " হিসেবে স্বীকৃত অর্জন করেন ।
১৯৬৯সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে ছাত্র - জনতা সংবর্ধনা সমাবেশে ' কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ' কর্তৃক " বঙ্গবন্ধু " উপাধীতে ভূষিত হন ।
১৯৭২ সালের ১০ অক্টোবর তিনি বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক প্রদত্ত " জুলিও কুরি " পুরস্কারে ভূষিত হন । ( ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদের সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্রের হাত থেকে ঢাকায় আনুষ্ঠানিক ভাবে বঙ্গবন্ধু " জুলিও কুরি " পুরস্কার গ্রহণ করেন ।
উপাধি :- বঙ্গবন্ধু , জাতির জনক ।
জীবনাবসান :-
১৫ আগস্ট ১৯৭৫ সালে । ( দেশি - বিদেশী ষড়যন্ত্রে সামরিক বাহিনীর কতিপয় সদস্যদের হাতে সপরিবারে নিহত হন )


No comments

Powered by Blogger.